ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যায় নিখোঁজ: ৩ দিনের মাথায় ভাসলো বিলালের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ২২, ২০২২
বন্যায় নিখোঁজ: ৩ দিনের মাথায় ভাসলো বিলালের মরদেহ

সিলেট: বন্যায় নিখোঁজের ৩ দিনের মাথায় ভেসে উঠল নিখোঁজ বিলাল আহমদের (৪০) মরদেহ।

বুধবার (২২ জুন) সকাল ১১টায় স্থানীয় নৌকা শ্রমিকরা সারী নদীর কামরাঙ্গী স্কুলঘাট এলাকায় বিবস্ত্র মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

বিলাল উপজেলার চারিকাট ইউনিয়নের দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক।

স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিমকে জানালে তিনি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। গত রোববার (১৯ জুন) বিলাল নিখোঁজ হন।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বন্যার পানিতে তলিয়ে বিলালের মৃত্যু হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, উপজেলায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। বন্যা পরবর্তী সময়ে এ নিয়ে মোট তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ