ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ২৩, ২০২২
বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আইজিপি আইজিপি বেনজীর আহমেদ

সিলেট: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট। বানভাসি মানুষের দুঃখ দুর্দশা দেখতে সিলেট ঘুরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সিলেট যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম বার।

বৃহস্পতিবার দুপুরে তিনি হেলিকপ্টার যোগে সিলেটে পৌঁছাবেন।  

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি অ্যান্ড মিডিয়া) মো. লুৎফর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে রওয়ানা হয়েছেন আইজিপি। সফরকালে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুরের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সেখানে বানভাসিদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

পরে তিনি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এরপর আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাটে যাবেন। সেসব উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেনে এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমেও অংশগ্রহণ নেবেন বেনজীর আহমেদ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এনইউ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।