ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুন ২৫, ২০২২
সিলেটে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটে বন্যার পানিতে ডুবে মোবারক হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বাইশটিলা আলিফ সিটির পাশের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোবারক হোসেন সিলেট নগরের ৬নং ওয়ার্ডের বাদামবাগিচা ১ নং গলির রাজা মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতো।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, বাইশটিলায় প্রতিদিন বিকেলে অনেক যুবক-তরুণ আড্ডা দিতে যায়। শুক্রবার বিকালে মোবারকও ওই জায়গায় গেলে বন্যার পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে মোবারকের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।