ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ১৮, ২০২৪
শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

মৃত শিশু হলো-ময়মনসিংহের গফরগাঁও থানার চরমুসলন্দ কাচারিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে তাওহীদ (৯)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকে তাওহীদ। তার বাবা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুপুরে তাওহীদ চার-পাঁচজন বন্ধুদের সঙ্গে বাসার পাশে একটি পুকুরে গোসল করতে যায়।

ওই সময় একজনের জুতা পুকুরের মাঝখানে চলে যায়। পরে তাদের মধ্যে একজন তাওহীদকে ওই জুতা এনে দিতে বলে। একপর্যায়ে তাওহীদ জুতা আনতে গিয়ে পুকুরের গভীরে গিয়ে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৮, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।