ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা নদীতে দৃষ্টিনন্দন নৌকাবাইচ

ইমতিয়াজ আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মা নদীতে দৃষ্টিনন্দন নৌকাবাইচ নৌকাবাইচ। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: পদ্মাসেতু উদ্বোধন ঘিরে শিবচরের বাংলাবাজার ঘাটে জনসভাস্থলে বইছে মানুষের জোয়ার। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিলাসবহুল লঞ্চে করে জনসমাবেশ স্থলে আসছে হাজার হাজার মানুষ।

 

এদিকে মানিকগঞ্জ থেকে আসা ৬টি বাইচ নৌকা দিয়ে পদ্মা নদীতে চলছে নৌকাবাইচ। বিআইডব্লিউটিএ'র উদ্যোগে সুসজ্জিত এই নৌকাগুলো বাংলাবাজার লঞ্চঘাট থেকে বাইচ দিচ্ছে।  

বিআইডব্লিউটিএ'র সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে মানুষের মধ্যে বইছে উদ্দীপনা আর উৎসব। নানা রং-ঢং এ সজ্জিত হয়ে সমাবেশে আসছেন সাধারণ মানুষ। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিআইডব্লউটিএ'র পক্ষ থেকে নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। ৬টি নৌকা দিয়েই নিজেদের মধ্যে চলছে এ প্রতিযোগিতা। মূলত দর্শনার্থীদের আনন্দ দিতেই চলছে এ আয়োজন।

মানিকগঞ্জ থেকে আসা বাইচ নৌকার মালিক হারুন অর রশিদ বলেন, আমরা একটি নৌকায় ৬০ জন করে মাঝি নিয়ে এসেছি। ৬টি নৌকা দিয়ে নদীতে প্রতিযোগিতা করছি। আমরা আনন্দিত। সেতু উদ্বোধন ঘিরে উৎসবে অংশ নিয়েছি।

এদিকে জনসমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক লঞ্চ আসবে। শতাধিক লঞ্চ ইতোমধ্যে চলে এসেছে। হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নিয়েছে। নদীতে নৌকাবাইচ দেখছে। এছাড়াও জেলেদের সুসজ্জিত ৫০টি জেলে নৌকা ভাসছে, বিলাসবহুল লঞ্চ আসছে সজ্জিত ভাবে। অসংখ্য লোকজন উপভোগ করছেন এই আয়োজন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।