ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্টের হালখাতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্টের হালখাতা 

রাজবাড়ী: রাজবাড়ীতে দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।  
শনিবার (২৫ জুন) দিনব্যাপী রাজবাড়ীর টিনপট্টি এলাকায় মেসার্স ডিউক এন্টারপ্রাইজে এ হালখাতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ফরিদপুর ডিভিশনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুর এরিয়া সেলস ম্যানেজার মীর দারজালি আহম্মেদ, সিমেন্ট সেক্টরের প্রতিনিধি ও রাজবাড়ী টেরিটোরি সেলস সৈয়দ আব্দুল্লাহ আল হামিম।

সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু। হালখাতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো রইচ উদ্দিন ডিউক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বসুন্ধরা সিমেন্ট গুণেমানে বাজারের সেরা। আর গুণগত মানের কারণেই বসুন্ধরা সিমেন্ট রাজবাড়ী জেলার শীর্ষে রয়েছে। বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বাড়ছে। মানের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না বসুন্ধরা সিমেন্ট।  

এছাড়াও দেশের বৃহত্তম পদ্মা সেতুতে ব্যবহৃত সিমেন্টের ৮০ ভাগই বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়সহ বড় বড় প্রতিষ্ঠান, রাস্তা, ব্রিজে গুরুত্বপূর্ণ স্থাপনায় এখন বসুন্ধরা সিমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে।

এ বছর রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্টের ৫ জন সেরা বিক্রেতা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অর্ধশত জন রিটেইলার উপস্থিত ছিলেন। তাদের সবাইকেই বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।