ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতে থাকছে না টোল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতে থাকছে না টোল পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতে থাকছে না টোল

ঢাকা: পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতে দিতে হবে না টোল। শুধু মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের জন্য টোল নেওয়া হবে।

এই ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের জন্য ট্রাকে সাড়ে পাঁচশ, প্রাইভেট কারে ১৩৭ টাকা এবং বাসের জন্য ৪৯৫ টাকা নেবে সড়ক বিভাগ।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পয়লা জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পদ্মা সেতুতে সর্বনিম্ন টোল মোটরসাইকেলে ১০০ টাকা। প্রাইভেট কার ৭৫০, পিক আপ ১২০০ আর মাইক্রোবাস ১৩০০। ছোট বাসের ক্ষেত্রে ১৪০০ আর বড় বাসে ২৪০০ টাকা। এছাড়া ছোট ট্রাক ১৬০০ এবং মাঝারি ট্রাকের জন্য ২৮০০ টাকাসহ ১৩ ধরনের যানবাহনের জন্য টোল ঠিক করেছে সরকার।

তবে সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেতে ব্যবহার করতে হবে যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙা এক্সপ্রেস ওয়ে। একমাত্র টোল থাকবে এ এক্সপ্রেস ওয়ে'তে। পয়লা জুলাই থেকে তা আদায় শুরু হবে।

প্রজ্ঞাপন জারি না হলেও ২০২১-এর এপ্রিলে প্রস্তাবিত টোলই এখন নেওয়া হবে। এতে ট্রাকের জন্য প্রতি কিলোমিটারে ১০ টাকা, প্রাইভেট কারে আড়াই আর বাসে লাগবে ৯ টাকা। সে হিসেবে যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কে ট্রাকের টোল সাড়ে পাঁচশ, প্রাইভেট কারে ১৩৭ টাকা আর বাসে ৪৯৫ টাকা।

তবে এ মহাসড়কে টোল আদায় শুরু হলে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতে যে টোল নেয়া হতো তার আর দিতে হবে না।

বাংলাদেশ সময় : ০১১৫ ঘন্টা, জুন ২৫, ২০২২
ইআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।