ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব নামে এক কিশোর খুন হয়েছে।

শনিবার (২৫ জুন) দিনগত রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব (১৪) ফতুল্লা রেল স্টেশন এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব তাদের মারধর করলে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের মা নাসিমা বেগম জানান, লোকমুখে খবর পেয়ে শুভ'র দোকানের সামনে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সাকিব মাটিতে কাতরাচ্ছেন। এ সময় বড় ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে সাকিবকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাকিব ও তার বড় ভাই রাকিব দু’জনেই রেল স্টেশন এলাকায় সিলভার কারখানায় কাজ করেন। তার বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যান। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।