ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোমবার ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
সোমবার ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

ঢাকা: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

সোমবার ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রোববার (২৬ জুন) তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণী থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

রোববার সারাদিন হাজারো মোটরসাইকেল পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে। অতিরিক্ত মোটরসাইকেলের চাপে সেতুর টোল প্লাজার আগেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।