ঢাকা, মঙ্গলবার, ৫ ভাদ্র ১৪৩১, ২০ আগস্ট ২০২৪, ১৪ সফর ১৪৪৬

জাতীয়

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০২২
গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

ঢাকা: উন্নত সেবা দিতে না পারায় বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বুধবার (২৯ জুন) বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

বিটিআরসির হিসেবে, সবশেষ মে মাস পর্যন্ত দেশে চারটি অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৪২ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ৪৯ লাখ। রবির ৫ কোটি ৪২ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৮২ লাখ এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৬৭ লাখ।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।