ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসপাতাল পরিবর্তন করায় রোগীর স্বজনদের মারধরের অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ৩০, ২০২২
হাসপাতাল পরিবর্তন করায় রোগীর স্বজনদের মারধরের অভিযোগ  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকার শাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল

সিরাজগঞ্জ: চিকিৎসা পদ্ধতি ভালো না হওয়ায় হাসপাতাল পরিবর্তন করতে চাওয়ার কারণে রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকার শাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে।

  বেসরকারি ওই হাসপাতালের পরিচালক ও মেডিক্যাল অফিসার ডা. রবিউল ইসলামের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা।

এ ঘটনায় রোগীর বোনের ছেলে রাজু আহমেদ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে রাজু আহমেদ বাংলানিউজকে বলেন, গত শনিবার (২৫ জুন) আমার খালামনি বুলবুলি খাতুনকে (৩৫) সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। তাকে সিজারের আগে আলট্রাসনোগ্রাম করানোর জন্য ল্যাবে নেওয়া হয়। কিন্তু আমরা দেখলাম মেশিন কাজ করছে না। একদিকে নষ্ট মেশিন তার ওপর ওই হাসপাতালের চিকিৎসা পদ্ধতিও ভাল নয় দেখে আমরা রোগীকে অন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিই। বিষয়টি জানতে পেরে ডা. রবিউল আমাদের কাছে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তারপরও আমরা রোগী নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি তখন সিকিউরিটি গার্ড এসে আমাকে ও আমার খালু শাহেদুল ইসলামকে মারধর করেন। একপর্যায়ে নয় মাসের গর্ভবতী আমার খালার সঙ্গেও খারাপ ব্যবহার করেন তারা।  

এ বিষয়ে ওই হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন রোগীর স্বজনেরা নার্স ও আমাদের ওপর হামলা চালিয়েছিল। এ ঘটনায় আমরাও থানায় অভিযোগ করেছি। বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের পৃথক দুটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ তদন্ত করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

প্রসঙ্গত, এর আগে গত ৯ ফেব্রুয়ারি সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে সবিতা খাতুন (২৪) নামে গৃহবধু মৃত্যু হয়েছে। ওই মৃত্যুর ঘটনায় মৃত গৃহবধুর পরিবার থেকে আদালতে মামলা দায়ের করেছে। যে মামলা এখনও চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘন্টা, জুন ৩০, ২০২২
ইআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।