ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নির্মাণ শ্রমিক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ১, ২০২২
মেহেরপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নির্মাণ শ্রমিক উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরে মুখ, হাত ও পা বাঁধা অবস্থায়  নাহিদ হোসেন (২৪) নামে এক নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছেন স্থানীয়রা। সদর উপজেলার তেরঘরিয়া বিল পাড়ের একটি ঘর থেকে কর্দমাক্ত অবস্থায়  তাকে উদ্ধার করা হয়েছে।

নাহিদ হোসেন তেরোঘরিয়া গ্রামের  আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাতে হাত, পা ও মুখে টেপ মারা এবং শরীরের সমস্ত জায়গায় কর্দমাক্ত অবস্থায় নাহিদ হোসেনকে তেরঘরিয়া বিল পড়ে একটি ঘরের ভেতর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে রাতেই মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। কে বা কী কারণে তাকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখা হয়েছিল সেটিও রহস্যজনক।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। তবে, নাহিদ পুলিশের কাছে একেকবার একেক কথা বলছেন। তার বিষয়টিও রহস্যজনক। প্রকৃত বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ১ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।