ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ১, ২০২২
নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

শেরপুর: নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন প্রতিষ্ঠানের মালিকরা।

শুক্রবার (১ জুলাই) ভোরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই আকস্মিক তারাগঞ্জ দক্ষিণ বাজার কাঁচামালের আড়তদারদের এ মার্কেটে আগুন লাগে। কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ার পর শহরের কমিউনিটি পুলিশ এবং আশপাশের মানুষ টের পান। এ সময় তাদের ডাকাডাকিতে আশপাশের আরও লোকজন ছুটে আসেন। আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ততক্ষণে জয়নাল আবেদীন, রেফাজ উদ্দিন, গোপাল চন্দ্র দাস, বদিউজ্জামান, ইসমাইল হোসেন, আব্দুল হাই, কিরণ সাহা, শিশির দাস, রূপালি সরকার, সাধন দাসের সবকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় এ্যাডভোকেট দিপঙ্কর চন্দ্র সরকার দিপুর ল' চেম্বার। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি মোটরসাইকেল, চারটি রাইস মিল, মশলা ভাঙার মিল, পিঁয়াজ-রশুন-আলুর আড়ৎ, গরম মশলার পাইকারী দোকান, ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান, মুদী দোকান ও লন্ড্রী দোকান পুরোপুরি পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে ব্যবসায়ীরা জানান, ধারণা করা হচ্ছে, বজ্রপাতের পর ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া মশলার কারখানাতে সদ্য ভাঙা মশলার গরমে বস্তায় আগুন লেগেও এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ০১ জুলাই, ২০২২ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।