ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক সাঈদ হোসেনকে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে জেলার গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটক সাঈদ আলী গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের খেদ আলীর ছেলে।

র‌্যাব—১২ (গাংনী) ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো—ব—১১—৬৪৪৯) চালক সাইদ আলীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২৭৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সাঈদ হোসেনের নামে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকেহ থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এএটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।