ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হেলিকপ্টারে করে বিয়ে!

আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
হেলিকপ্টারে করে বিয়ে!

মানিকগঞ্জ : হেলিকপ্টারে করে বিয়ে করার শখ ছিল তার। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সে শখ পূরণ হয়নি।

অবশেষে  নিজের ভাইয়ের বিয়েতে হেলিকপ্টারে উড়িয়ে সে শখ পূরণ করলেন মানিকগঞ্জ সদর উপজেলার বরুণ্ডি গ্রামের সৌদি প্রবাসী মাজেদ মোল্লা।

বুধবার এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বর দোহার শিকারীপাড়া পিকেএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্কাস মোল্লা। কনে নবাবগঞ্জের বড় কাশুল্ল্যা গ্রামের মৃত আজিজের মেয়ে সুপ্রিয়া আজিজ।

মাজেদ মোল্লা ঈদের ছুটিতে বাড়ি এসে ভাইয়ের বিয়ের আয়োজন করেন।

বিয়ের দিন চার ঘণ্টার জন্য ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে একটি প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করা হয়।

বুধবার দুপুরে বর যাত্রীরা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে কনের বাড়ি পৌঁছেন। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কনেসহ বিকেল সাড়ে চারটার দিকে বরের গ্রামের বাড়ি বরুন্ডির মাঠে নামেন।

হেলিকপ্টারে করে এই বিয়ের খবরে বরের বাড়িতে উৎসুক মানুষের ঢল নামে।

বাংলাদেশ সময় : ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।