ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫০, জুলাই ৪, ২০২২
মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ৭টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের কারখানা এটি। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য বলা যাচ্ছেনা।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।