ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিজ ঘরের বারান্দায় ঝুলছিল ট্রাকচালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
নিজ ঘরের বারান্দায় ঝুলছিল ট্রাকচালকের মরদেহ প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিজ ঘরের বারান্দা থেকে ইসরাইল হোসেন (৫০) নামের এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ডিগ্রির চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ইসরাইল ওই গ্রামের মৃত মাদারীবক্সের ছেলে।  

স্থানীয়রা জানান, নিহত ইসরাইল একাধিক বিয়ে করেছেন। তার দুই স্ত্রীকে ডিগ্রির চরে পাশাপাশি দুটি বাড়ি করে দিয়েছেন। সেখানে তিনিও সন্তানদের নিয়ে বসবাস করতেন। কয়েকদিন আগে জমিজমা নিয়ে ছেলেদের সঙ্গে মারামারি হয় ইসরাইলের। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মাথায় এখনো সেলাই রয়েছে।  

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন,  সোমবার সকালে নিজ ঘরের বারান্দায় ইসরাইলের ঝুলন্ত মরদেহ দেখে তার স্বজনেরা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে সেটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, জুলাই ৪, ২০২২
ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ