ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা: আসামি হলেন ছাত্রদল সভাপতি

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৩, জুলাই ৬, ২০২২
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা: আসামি হলেন ছাত্রদল সভাপতি

ফরিদপুর: ফরিদপুরে সবুজ মোল্যা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনুকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) বিকেলে নিহতের বাবা শহীদ মোল্যা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায়েএ মামলা করেছেন।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৪ জুলাই) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্যাকে ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ ফরিদপুর সদরের ডিগ্রিরচর ইউনিয়নের কাজের মাতুব্বরের ডাঙ্গী এলাকার শহীদ মোল্যার ছেলে। বায়তুল আমান এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ৬ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।