ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

৫ টাকায় ঈদের নতুন জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, জুলাই ৭, ২০২২
৫ টাকায় ঈদের নতুন জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা ঈদের নতুন জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা

নারায়ণগঞ্জ: ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে পাঁচ টাকার বিনিময়ে নতুন জামা কেনার সুযোগ পেল নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের এ সুযোগ করে দিয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও টাইম টু গিভ।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক শিশু টিম খোরশেদের দোকান থেকে নিজেরা পছন্দ করে তাদের ঈদের পোশাক কেনাকাটা করে।

টিম খোরশেদের দলনেতা আফরোজা খন্দকার লুনা বলেন, হতদরিদ্র অভিভাবক ও শিশুরা যাতে কেনাকাটা করার আনন্দ পায় তার জন্য তাদের কাছ থেকে নামমাত্র পাঁচ টাকা করে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম আয়োজন আরও বৃহৎ আকারে করা হবে ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, রানা মজিব, শওকত খন্দকার, নাজমুল কবির নাহিদ, মো. শহীদ, হাফেজ শিব্বির, মো. সুমন, নাসিকের ১৩নং ওয়ার্ড সচিব মো: আলী সাবাব টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।