ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে নৌকা চুরির মামলায় আসম হান্নান শাহকে অব্যহতি

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

গাজীপুর: গাজীপুরে নৌকা ও জাল চুরিসহ জলমহাল জবর দখলের অভিযোগে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ।

গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বুধবার বিএনপির কেন্দ্রীয় নেতা আ.স.ম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানসহ সকল আসামিকে  অব্যহতি দেন।



জানা যায়, ২০০৭সালের মে মাসে কাপাসিয়া উপজেলার ঘোরাস্বাব গ্রামের জেলে হরিপদ বর্মন বাদী হয়ে কাপাসিয়া থানায় আ.স.ম হান্নান শাহ, ছেলে শাহ রেজাউল হান্নান, আজহারুল ইসলাম মাখন, সুধীর চন্দ্র বর্মন ও চাঁন মিয়াসহ অজ্ঞাত আরো ২০-২৫জনকে আসামি করে এ মামলা দায়ের করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।