ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ অটোরিকশা যাত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ অটোরিকশা যাত্রীর

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় মাছবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। অটোরিকশাটি সড়কে উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, একটি মাছবাহী ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। অপর একজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। নিহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮৫০, জুলাই ৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।