ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিনজো আবে’র গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দুঃখজনক: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
শিনজো আবে’র গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দুঃখজনক: ড. মোমেন

ঢাকা: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে শিনজো আবে’র দ্রুত সুস্থতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার সংবাদটি গণমাধ্যমে জানার পর ড. মোমেন তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং একই সঙ্গে এ ঘটনার নিন্দা জানান।

ড. মোমেন বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন এবং তিনি বাংলাদেশেরও অকৃত্রিম বন্ধু। শিনজো আবে’র ওপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, আমরা তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।