ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঝালকাঠি সদর হাসপাতালের কক্ষে আগুন, চরম ভোগান্তিতে রোগীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ঝালকাঠি সদর হাসপাতালের কক্ষে আগুন, চরম ভোগান্তিতে রোগীরা

ঝালকাঠি : সদর হাসপাতালের একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যুৎ সংযোগের সিডিডিপি পুড়ে যায়।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তার স্বজনরা।

আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে, বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রচণ্ড গরতে অস্থির অবস্থা পার করছেন সেবাগ্রহীতারা। হাসপাতালের করোনা ইউনিটে সাতজনসহ শতাধিক রোগী ভোগান্তির শিকার হচ্ছেন।

শনিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের বিদ্যুৎ সংযোগের সিডিডিপিতে আগুন রাগে। মূলত বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন ধরে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের প্রধান সহকারী মতিউর রহমান জানান, পুড়ে যাওয়া বিদ্যুতের সিডিডিপির দাম নিরূপণের জন্য গণপূর্ত বিভাগকে খবর দেওয়া হয়েছে। হাসপাতালে বিকল্পভাবে বিদ্যুৎ সংযোগের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময় : ২০৩২ ঘণ্টা, ৯ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।