ঢাকা, শুক্রবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কোরবানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কোরবানি

ঢাকা: ঈদুর আযহার আনন্দকে ভাগাভাগি করতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য গরু কোরবানি দিয়েছে উন্নয়ন সংস্থা পাথওয়ে।

ঈদের দ্বিতীয় দিন সোমবার (১০ জুলাই) সকালে রাজধানীর মিরপুর-১০ সেনপাড়া পর্বতা পাথওয়ের প্রধান কার্যালয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের উপস্থিতিতেই এই গরু কোরবানি দেওয়া হয়।

 

প্রতিষ্ঠানটি বলছে, সমাজের পিছিয়ে পড়া এসব মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতেই তাদের এ উদ্যোগ।

কোরবানি শেষে তৃতীয় লিঙ্গের মানুষরা নিজের হাতে গরুর মাংস নিজেদের মাঝে বন্টন করে নেন। এই কোরবানিতে প্রায় পাঁচ শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ উপস্থিত ছিলেন।

পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দ লাগছে। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবার বাড়ি যাওয়া থেকে বিরত থেকেছি।

ঈদের আগের রাতে গাবতলী গরু হাটে তৃতীয় লিঙ্গের মানুষদের তাদের পছন্দ অনুযায়ী ২ লাখ ১০ হাজার টাকায় গরু কেনা হয়। এ ধরনের উদ্যোগে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা তাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা তাঁর।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।