ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সেলফি তুলতে গিয়ে পদ্মায় নিখোঁজ বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
সেলফি তুলতে গিয়ে পদ্মায় নিখোঁজ বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলার পর্যটন স্পট মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টার দিক মৈনট ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগের ফায়ার ফাইটার এস এম জসিম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

নিহত সানী শরিয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকাদি গ্রামের হারুন উর রশীদর ছেলে বলে জানা গেছে। সে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাস্তফা কামাল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনট ঘাট ঘুরতে আসে। সন্ধ্যার পর তারা পদ্মা নদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের বাল্কহেডে উঠে সেলফি তুলছিল। এ সময় পা পিছলে পড়ে যান। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায়।

*** সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে বুয়েট ছাত্র নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।