ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জের বজ্রপাতে ১৯ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
মানিকগঞ্জের বজ্রপাতে ১৯ জন আহত

মানিকগঞ্জ : সদর উপজেলার জাগীর ব্রিজ এলাকায় বজ্রপাতের ঘটনায় ১৯জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯),  ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫) ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮), লুৎফর রহমান (৩৫), বাদশা মিয়া (৫০)।

তাদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন গ্রামে। বজ্রপাতে আহত ১৯ জনের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি আছেন আঠারো জন। তাদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থান আশঙ্কাজনক।

আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে ইউসুফ আলী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ তৃতীয় দিনে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলা দেখতে স্থানীয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকে। সাড়ে ৪টার দিকে খেলা শুরু হওয়ার কথা। হঠাৎ বিকট বজ্রপাতের শব্দ হয়।

এ সময় জাগীর ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি কড়ই গাছের উপর বাজ পড়ে। এতে গাছটির একটি ডালসহ ফেটে যায়। এ সময় ওই ১৯ জন আহত হন।

হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীমা আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় ১৮ জন ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে ৩ জনের শরীরে বিভিন্নস্থানে ঝলসে গেছে। ভর্তি রোগীদেরকে হাঁটাচলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ২০১৮ ঘণ্টা ১৫ জুলাই ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।