ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে বজ্রপাতে দুইজনের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
সিলেটে বজ্রপাতে দুইজনের মৃত্যু 

সিলেট: সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিরাজ উদ্দিন (৫৫) ও নওশাদ আলী (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।   আহত হয়েছেন একই গ্রামের ফজর আলী (৬৬) ও নজরুল ইসলাম নজই (৪২)।  

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হতাহতরা রাতের আঁধারে হাওরে মাছ ধরতে যান। সেসময় ভারী বর্ষণ চলাকালে বজ্রপাতে সিরাজ ও নওশাদ মারা যান। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া মেনে বিনা ময়নাতদন্তে স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।