ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৭ জুলাই) ভোরে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঈয়াগাঁতী এলাকায় ও শনিবার (১৬ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের চর মিরপুর বিয়ারা ঘাট মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুর জেলার কাউনিয়া এলাকার ওমর ফারুক (৩২) ও সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার আব্দুল মজিদ (৫২)।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোরে ভূঈয়াগাঁতী ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওমর ফারুক। এ ঘটনায় আহত হয়েছেন বাসের তিন যাত্রী।  

অপরদিকে সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুট্টো বলেন, শনিবার গভীর রাতে চর মিরপুর এলাকায় অজ্ঞাত বাসের চাপায় আব্দুল মজিদ নামে এক দিনমজুরের মৃত্যু হয়।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। স্বজনরা মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।