ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সূত্রাপুরে নিজ বাসার সামনেই খুন হলেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
সূত্রাপুরে নিজ বাসার সামনেই খুন হলেন যুবক প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সূত্রাপুর ধোলাইখালের রুকুনপুরে ছুরিকাঘাত করে জাবেদ আলী (৩৬) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত জাবেদ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

সোমবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে সূত্রাপুর থানার পুলিশ। এর আগে, রোববার (১৭ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

জাবেদ আলীর মামা মো. আজিম জানান, তারা রোকনপুর পাঁচ ভাই ঘাট লেনে থাকেন। রোববার দিনগত রাত সোয়া ১২ টার দিকে কয়েকজন যুবক এসে তাদের খবর দেন টায়ার পট্টি গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জাবেদ। তখন তিনি সেখানে গিয়ে আহত অবস্থায় জাবেদকে দেখতে পান। পরে হাসপাতালে নিয়ে গেলে জাবেদ মারা যান।

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তাকে কে ছুরি মেরেছে? তখন শুধু শাওন নামে এক জনের নাম বলেছিলেন তিনি।

আজিম বলেন, বাসার পাশে বসে রাতে আড্ডা দিতেন জাবেদ। সেখানকার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে তিনি বাসায় ঢুকবেন এমন সময় তাকে কেউ একজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে। তবে ক্যামেরায় তাকে পুরোপুরি দেখা যায়নি।

স্বজনরা জানায়, জাবেদের বাবার নাম আবেদ আলী। অবিবাহিত জাবেদ দু’ভাই বোনের মধ্যে ছোট। মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. আউয়াল বলেন, রাতে জাবেদ বাসার সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দেখতে পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। তার কিছুটা মানসিক সমস্যা ছিল। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।