ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় নিষিদ্ধ প্রসাধনী বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
তেঁতুলিয়ায় নিষিদ্ধ প্রসাধনী বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রয় করার অপরাধে ৪ প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার তেঁতুলিয়া সদর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, সকাল থেকে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় তেঁতুলিয়া সদর বাজারে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী এবং আমদানিকারক বিহীন বিদেশি পণ্য বিক্রয়ের দায়ে ৪৫ ধারায় সীমান্ত কসমেটিক্সকে ২ হাজার, মঞ্জু কসমেটিক্সকে ২ হাজার, রুফাইদা কসমেটিক্সকে ২ হাজার ও ভাই ভাই কসমেটিক্সকে ১ হাজারসহ ৪ প্রতিষ্ঠাকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে তাদের সচেতন করা হয়।

জনস্বার্থে এ কার্যক্রম ও অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।