ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
নওগাঁয় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ: নওগাঁয় অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে জেলা শহরের লিটন ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।

শামীম হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় বা সংরক্ষণের অপরাধে ওই ব্রিজ মোড়ের জল-পান কফি হাউসকে দুই হাজার, লাক্সারি কনফেকশনারিকে চার হাজার, লাক্সারি স্টোরকে ২০ হাজার, পলাশ সুতা ঘরকে পাঁচ হাজার ও মোবাইলফোন লোড সেবা স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।