ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

৭ ঘণ্টা পর সৈকতে ভেসে এলো পর্যটকের মরদেহ! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
৭ ঘণ্টা পর সৈকতে ভেসে এলো পর্যটকের মরদেহ!  আবদুল্লাহ

কক্সবাজার: কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর পর্যটক আবদুল্লাহর (১৬) মরদেহ ভেসে এসেছে।  

বুধবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকতের সোনারপাড়াস্থ ডেইলপাড়া উপকূলে ওই কিশোরের মরদেহটি ভেসে আসে।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি জানান, আজ সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গোসলে নেমে ইনানী সৈকত থেকে ওই কিশোর নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য তৎপরতা চালালেও কেউ উদ্ধার করতে পারেনি। সাড়ে ৭ ঘণ্টা পর সৈকতের সোনারপাড়াস্থ ডেইলপাড়া উপকূলে ওই কিশোরের মরদেহ ভেসে আসে।

আবদুল্লাহ সেনা বাহিনীতে কর্মরত চিকিৎসক কর্নেল শহিদের ছেলে এবং তাদের বাসা ঢাকার মহাখালী ডিওএইচএসে। আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন>>>ইনানী সৈকতে পর্যটক নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।