ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
ঠাকুরগাঁওয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কমিরুল ইসলাম (৩৫) নামে এক কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের খালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমিরুল ওই গ্রামের মরহুম দফিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে কমিরুল মাঠে কাজ করতে যান। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টিপাত ছাড়াই বজ্রপাত শুরু হয়। তখন মাঠে থাকা কমিরুলের ওপরে বজ্রপাত পড়ে। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক নাজমুলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।