ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত 

ফেনী: ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া বাজারে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরতরীর পাঁচগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- অটোরিকশাচালক আবুল হোসেন সাকিল (১৮) ও জেসমিন আক্তার (৫৫)। আহতরা হলেন- জেসমিন আক্তারের দুই মেয়ে জান্নাতুল আফরান (৩০) ও জান্নাতুল ফেরদৌস (১৮), রাজীব চন্দ্র দাস (৩০), তরিকুল ইসলাম (২২)।

২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, আহতদের মধ্যে তরিকুল প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। অপর আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ জানান, এ ঘটনায় অটোরিকশার চালক ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। ট্রাকটি ছিল নোয়াখালীমুখী আর অটোরিকশাটি ছিল ফেনীমুখী।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।