ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘরের সীমানা ভাঙচুরের অভিযোগ, আইভীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
ঘরের সীমানা ভাঙচুরের অভিযোগ, আইভীর নামে মামলা আইভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এম শহীদুল্লাহর একটি বসত ঘরের সীমানা ভাঙচুরের অভিযোগে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিবাদী করে আদালতে মামলা করা হয়েছে।

এতে মেয়র, জেলা প্রশাসকসহ ১৬ জনকে বিবাদী করা হয়েছে।

আদালত মামলার আর্জি গ্রহণ করে মেয়রসহ সকলকে শোকজ করেছেন।

বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সদস্য এম শহীদুল্লাহ এবং স্ত্রী দেলোয়ার বেগমের পক্ষে তাদের ছেলে অ্যাডভোকেট শাহ মো. আলমগীর কবির বাদী হয়ে নারায়ণগঞ্জ ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ এস এম মাসুদ জামানের আদালতে এই মামলা দায়ের করা হয়।  

অ্যাডভোকেট শাহ মো. আলমগীর কবির বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিজস্ব সার্ভেয়ার দিয়ে নিজেদের ইচ্ছামতো কয়েকদিন পরপরই পাইকপাড়া বড় কবরস্থান এলাকার ৬ শতাংশ জমির সীমানা ঘেঁষে নিমাণাধীন বসত বাড়ি ভাঙচুরসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমরা চাই এই বিষয়টি যেন আদালতের মাধ্যমে সমাধান করা হয়। আদালত যা আদেশ দেবে আমরা সেটাই মেনে নেবো। কিন্তু তাদের একতরফা সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।