ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বান্দরবানের লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
বান্দরবানের লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ, বিভিন্ন সড়কের আরসিসি ড্রেন, চম্পাতলী আনসার ব্যাটালিয়নে ভিআইপি রেস্ট হাউস, গোলঘরসহ সাড়ে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে একদিনের সরকারি সফরে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

পরে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৬টি ভূমিও গৃহহীন পরিবারকে ঘরের চাবি, জমির দলিল ও ঘর হস্তান্তর করেন মন্ত্রী।

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সরকার সমতলের মানুষের পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের জন্য অত্যন্ত আন্তরিক। তাই পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে আর সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, তিং তিং ম্যা, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, পৌর মেয়র জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।