ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গী বড় দেওরা চন্ডিতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।  

রোববার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

সাকিব টঙ্গীর বড় দেওরা চন্ডিতলা এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় পাটোয়ারী ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় কোয়ালিটি সেকশনে কাজ করতেন।  

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, কারখানার তৃতীয় তলার জানালার গ্লাস খোলা থাকায় বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করছিল। এসময় সাকিব জানালার গ্লাসটি লাগাতে যায়। একপর্যায়ে জানালার এলোমেনিয়ামসহ গ্লাসটি কারখানার বাহিরে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে যাওয়ার সময় সাকিব দুই হাত দিয়ে ধরার চেষ্টা করে। এতে সঙ্গে সঙ্গে সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তার দুই হাত পুড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
আরএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।