ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরগুনায় ৮ দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
বরগুনায়  ৮ দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি

বরগুনা: দিনের ব্যস্ততা শেষে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারের ৮ দোকান।
 
রোববার রাত আনুমানিক ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আশেপাশের জাহিদ হাসানের ফার্মেসি, আবু সলেহের চায়ের দোকান, নাঈমের ফার্মেসি, জব্বারের হাঁড়িপাতিলের দোকানসহ ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।  

এতে ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য টুকু সিকদার।

তালতলী ফায়ার স্টেশনের সাব অফিসার মো. আহসান হাবিব বলেন, আমরা ৩ টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই সাড়ে ৪টার দিকে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি।  

বাংলাদেশ সময় : ১০২৫ ঘণ্টা, ২৫ জুলাই, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।