ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

কিশোর গ্যাংয়ের সদস্য কুপিয়েছে স্কুলছাত্রকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
কিশোর গ্যাংয়ের সদস্য কুপিয়েছে স্কুলছাত্রকে আহত স্কুলছাত্র

জামালপুর: জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের সদস্য সিফাতের ছুরিকাঘাতে আকাশ নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।

ওই ইউনিয়নের নান্দিনা পশ্চিম বাজার বাদেচান্দি মোড় এলাকায় শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আকাশ ওই এলাকার জিনু মিয়ার ছেলে এবং নান্দিনা এমএইচকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আর সিফাতের বাড়ি নান্দিনা পুরাতন পাড়ায়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে আকাশ নিজ বাড়ির সামনে বেঞ্চে বসে ছিল। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত পেছন দিক থেকে অতর্কিতভাবে তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারণে আকাশের ওপর হামলা করা হয়েছে তা জানা যায়নি।

আকাশের বাবা জিনু মিয়া বলেন, কেন আমার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে কিছুই বলতে পারবো না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।