ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে ট্রাকের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে ট্রাকের চালক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে আজিজ মিয়া (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

সোমবার (২৫ জুলাই) উপজেলার বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজিজ ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, সোমবার সকালে একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে বড়চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আজিজ মিয়া মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ট্রাক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।