ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাবেক এমপি বাবুর দ্বিতীয় স্ত্রীর নামে প্রতারণার মামলা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
সাবেক এমপি বাবুর দ্বিতীয় স্ত্রীর নামে প্রতারণার মামলা  

হবিগঞ্জ: হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান এমএ মুনিম চৌধুরী বাবুর দ্বিতীয় স্ত্রী তানিয়া আক্তারের নামে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
 
বুধবার (২৭ জুলাই) একই উপজেলার বাসিন্দা সুফিয়া বেগম নামে এক নারী বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।

এতে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
 
আদালতের বিচারক ঝুমু সরকার হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের জন্য আদেশ দিয়েছেন।
 
বুধবার রাত সাড়ে ১০টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, তানিয়া আক্তারের নামে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এখন এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।
 
এ বিষয়ে সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বলেন, আমার স্ত্রী মামলার বাদীর ভাইকে বিয়ের আশ্বাস দিয়ে টাকা নিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করিয়েছে।
  
সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু গত ১৫ মে তানিয়া আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। তানিয়া নবীগঞ্জ উপজেলার সাতাইহাল মোকামপাড়া গ্রামের কণা মিয়ার মেয়ে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।