জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হয়েছেন।
ফলাফল অনুয়ায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে সাত হাজার ৯৫৪ ভোট পেয়েছেন।
এদিকে এ নির্বাচনে ছয়জন প্রার্থীর চার মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন। পৌরসভা নির্বাচনের বিধি অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পাওয়ায় চারজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।
ওই চার মেয়র প্রার্থী হলেন- নাজমুল আলম চৌধুরী, মুনসুর রহমান মণ্ডল, মাহমুদুল হাসান জন ও মো. শামীম হোসেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে পাঁচবিবি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয় একজন প্রার্থীকে। এর একটি ভোট কম হলেও জামানত বায়েজাপ্ত হয়। চার মেয়র প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেয়েছেন। এ কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এসআরএস