ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

দুর্গাপুরে ট্রাক্টরচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
দুর্গাপুরে ট্রাক্টরচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় ট্রাক চাপায় সালমান হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।  

শনিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে দেবিপুর-শ্যামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাইকেল আরোহী স্কুলছাত্র রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবিপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সে উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় নিহত কিশোরের পরিবার এবং ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার বাবা রহিদুল ইসলাম জানান, সালমান সকালে খাবার না খেয়েই সাইকেল নিয়ে ‘আসছি’ বলে বাড়ি থেকে বের হয়। আর আসলো লাশ হয়ে। বাড়ির অদূরে দেবিপুর মহাবিদ্যালয়ের সামনে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সালমান ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দেবিপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে মামলা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।