ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বন্যাপরবর্তী পুনর্বাসন, ক্ষুদ্র কৃষকদের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
বন্যাপরবর্তী পুনর্বাসন, ক্ষুদ্র কৃষকদের দাবি

বরিশাল: বন্যাপরবর্তী পুনর্বাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকারের দাবিতে বরিশালে কৃষক জমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে বরিশাল নগরের সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ক্যাব ।


ক্যাব-এর সমন্বয়কারী রনজিত দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি সমাজসেবক ও স্থানীয় কৃষকরা।

এ সময় বক্তারা বলেন, চলতি বছরের সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জেলার কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ কৃষক। এই কৃষকদের ক্ষতি থেকে সামলে উঠতে সরকারি পুনর্বাসন কার্যক্রমে সবার আগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। ইতোমধ্যে বন্যা

আক্রান্ত এলাকাগুলোতে পানি নেমে গেছে। এখনই কৃষকদের মধ্যে আমন ও বোরো বীজ, কৃষকদের বাড়ি ও বাগানের জন্য গাছের চারা বিতরণ, আসন্ন রবি মৌসুমের জন্য সরিষা দিতে হবে।

এছাড়া ভুট্টা, বাদাম ও সবজি চারা-বীজ এবং জমি প্রস্তুত, শ্রমিক নিয়োগ, সার ও সেচের জন্য নগদ অর্থ প্রণোদনা দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ৩০ জুলাই, ২০২২
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।