ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয়টি স্বর্ণেরবারসহ রাসেল হোসেন (২১) নামের এক জনকে গ্রেফতার করেছে বিজিবি।
সোমবার ( ১ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর বড়বাড়ি গ্রাম তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেল হোসেন ওই উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রুবেল হোসেনের ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, সীমান্ত দিয়ে সোনা পাচার হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় হয়। সেসময় বড়বাড়ি থেকে রাসেলকে আটক করা হয় । পরে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে টেপ মোড়ানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হইয়। জব্দ করা হয় একটি ইজিবাইক। এ ঘটনায় বিজিবির পক্ষ মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘন্টা, ২ আগস্ট , ২০২২
ইআর