ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
নীলফামারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু  প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে নিরাশা মামুদ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিরাশা কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রাজারভিটা এলাকার জামাল উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, বিকেলে মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর দ্বিতল ভবনের জানালার সানশেডের সাটারিং খোলার সময় পা পিছলে পড়ে যায় নিরাশা। এ সময় দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।