ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

উদ্ধার হওয়া ৪ স্কুলছাত্রী ব্লাস্টের মাধ্যমে ফিরলো পরিবারে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
উদ্ধার হওয়া ৪ স্কুলছাত্রী ব্লাস্টের মাধ্যমে ফিরলো পরিবারে

রাজশাহী: পাচারের হাত থেকে উদ্ধার হওয়া সেই ৪ স্কুলছাত্রী ব্লাস্টের মাধ্যমে পরিবারে ফিরেছে।  

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালত ওই চার ছাত্রীকে বেসরকারি আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্টের) কাছে দেয়।

পরে ব্লাস্টের রাজশাহী ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম পরিবারের হাতে তাদের তুলে দেন।

ব্লাস্টের রাজশাহী ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম বাংলানিউজকে জানান, পাচারের হাত থেকে উদ্ধার হওয়ার পর তারা আদালতের নির্দেশের নিরাপদ হেফাজত কেন্দ্রে ছিল। এরপর ব্লাস্টের আইনি সহায়তার মাধ্যমে আদালত থেকে তাদেরকে নিজ জিম্মায় নিয়ে আজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে নিখোঁজ হওয়ার দুদিন পর ঢাকার সাভার থেকে চার স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তারা সবাই রাজশাহী মহানগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়েরর ছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদনী নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদেরকে শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসা হয়েছে। তারা স্কুলে যাওয়ার কথা বলে গত ২৬ জুলাই বের হয়েছিল। পরে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে রাজশাহীর মহাগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই চার ছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় জড়িত থাকার দায়ে চাঁদনী (২) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদনি জানিয়েছেন, ওই চার স্কুলছাত্রীকে চাকরি দেওয়ার নাম করে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পাচারের আগেই তাদের ঢাকার সাভার থেকে উদ্ধার করতে সক্ষম হয় রাজশাহীর রাজপাড়া থানার পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন নিখোঁজ এক ছাত্রীর বাবা। নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে একজন পঞ্চম, অপর তিনজন সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রী রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।