ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া ৬ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া ৬ জন আটক

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া নিয়োগপত্র, কম্পিউটার ও লেপটপ জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসএফ প্রাইভেট কোম্পানি লিমিটেড নামে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীদের অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ৬ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।