ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভালুকায় খাবারে তেলাপোকা, ৪০ হাজার টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
ভালুকায় খাবারে তেলাপোকা, ৪০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৩ আগস্ট) বিকেলে পৌর শহরের সেভেন স্টার হোটেল মালিককে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সালমা খাতুন।

 

খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকেলে স্থানীয় সংবাদকর্মী শফিউল্লাহ আনসারী তার সহকর্মী ছয়জন শিক্ষককে নিয়ে সেভেন স্টার হোটেলে খাবার খেতে যান।  এ সময় তারা খাবারে তেলাপোকা দেখতে পেয়ে হোটেল মালিককে জানালে উল্টো হোটেল মালিক তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনকে জানালে তিনি সেভেন স্টার হোটেলে গিয়ে বিভিন্ন খাবার পরিদর্শন করেন। এ সময় হোটেলে অনিয়ম এবং খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত হলে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  

নিরাপদ ও মানসম্মন খাবার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।  

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।