ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সৌদির তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শনে রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
সৌদির তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শনে রাষ্ট্রদূত

ঢাকা: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বুধবার (৩ আগস্ট) তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শন করেছেন।

তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও সফল একটি কৃষি খামার।

যা প্রায় ৩৫০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে প্রায় ৩০ লাখ বিভিন্ন ধরনের কৃষি ও ফলের গাছ রয়েছে। এখানে অনেক বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন।

রাষ্ট্রদূত এই খামারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জানান বাংলাদেশ একটি কৃষি পণ্য উৎপাদনশীল রাষ্ট্র এবং কৃষি ক্ষেত্রে এর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যা সৌদি আরবের কৃষি পণ্য উৎপাদনে সহায়ক হতে পারে।

এছাড়া ও তিনি এই কৃষি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ খবর নেন। তাবুক কৃষি উন্নয়ন খামার কোম্পানি সফরের সময় কনসাল জেনারেল মো. নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তা ও ফার্মের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।